দোষ না খুঁজে ভালো পরামর্শ দিন: হানিফ

করোনাভাইরাসের সংকটে সরকারের দোষ খোঁজার চেষ্টা না করে ভালো পরামর্শ দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার (১১ মে) দুপুরে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি।

হানিফ বলেন, এ সংকটকালে জাতির প্রত্যাশা ছিল, দুর্যোগ মোকাবিলায় সবাই আন্তরিক এবং মানবিক হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এ কঠিন সময়েও করোনাভাইরাস নিয়ে রাজনীতি বন্ধ হয়নি। চলছে পরস্পর দোষারোপ, চলছে কাঁদা ছোঁড়াছুড়ি।

তিনি বলেন, দেশের মানুষতো সব রাজনীতিবিদদের চিনে-জানে। তাদের অতীত এবং বর্তমান কর্মকাণ্ড নিয়েও দেশবাসী সজাগ। ক্ষমতাসীন দলের সরকার পরিচালনায় অভাবনীয় সফলতা, ব্যাপক উন্নয়ন ও অগ্রগতি যেমন দেখেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে সরকারের দুর্বলতাও তাদের চোখে পড়ছে। আমাদের বাইরে থাকা অন্যান্য রাজনৈতিক দলের দেশ পরিচালনায় সীমাহীন ব্যর্থতা, অযোগ্যতা এবং সীমাহীন দায়িত্বজ্ঞানহীন রাজনীতিও দেখেছে। তাহলে এ সমস্ত কাঁদা ছোঁড়াছুড়ির কি লাভ।’

‘তাই ক্ষমতার বাইরে যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ অযথা সরকারে দোষ খোঁজার চেষ্টা না করে আপনাদের কোনো ভালো পরামর্শ থকলে এ দুর্যোগ মোকাবিলায় সেটা প্রকাশ করুণ। সরকার ভালো পরামর্শ গ্রহণ করবে। এটা বর্তমান পরিস্থিতে সব রাজনৈতিক দলের প্রতি বিনীত অনুরোধ করছি। এ দুর্যোগ অহেতুক অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকুন।

হানিফ বলেন, ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যেই দেশের সব প্রান্তে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। জীবন এবং জীবিকা এ দুইয়ের জন্যই আমরা লড়াই করে যাচ্ছি। করোনাভাইরাসের প্রকোপ যত বৃদ্ধি পাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতাও ততই বৃদ্ধি পাচ্ছে। প্রকাশ পেয়েছে আমাদের সামর্থের ঘাটতি এবং সমন্বয়ের অভাব। চেষ্ট করা হচ্ছে এ দুর্বলতা কটিয়ে ওঠার।

করোনা মোকাবিলায় সরকার প্রধান শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, এ উদ্বেগজনক পরিস্থিতিতে আমার আশা এবং ভরসার জায়গা একটাই সেটা হলো আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যিনি শুরু থেকেই সীমিত সামর্থ নিয়ে লড়াই করে যাচ্ছেন এ দুর্যোগ মোকাবিলা করার জন্য। সব সময় তিনি প্রতিটি কাজের তদারকি করছেন, প্রয়োজনীয় নির্দেশানা দিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য মনিটরিং করছেন।

দুর্যোগে চিকিৎসক বিশেষজ্ঞ ও সরকারের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়ে হানিফ বলেন, সাংবাদিক বন্ধুদের প্রতি অনুরোধ, এ দুর্যোগ চিকিৎসক বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সেবা কর্তৃপক্ষের মতামত ও তাদের সিদ্ধান্ত, পরামর্শ জাতির সামনে তুলে ধরার চেষ্টা করুন। যার মাধ্যমে দেশের জনগণ উপকৃত হবে।

রাজনৈতিক নেতাদের নিয়ে পরস্পরের দোষারোপ এখন আর দেশবাসী দেখতে চায় না মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের কর্মকাণ্ড মুল্যায়নের সময় এখনও হয়নি। আগে দুর্যোগ কেটে যাক পরে সরকারে প্রতিটি কর্মকাণ্ড চুলচেরা বিশ্লেষণ করে মুল্যায়ন করা যাবে, সমালোচনাও করা যাবে। এ দুর্যোগ শেষ না হওয়া পর‌্যন্ত চিকিৎসক বিশেষজ্ঞ ও সরকারের পরামর্শ মেনে চলুন। মানবিক হোন মানবতার হাত বাড়িয়ে দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন আর। আল্লাহর ওপর ভরসা রাখুন, ইনশাল্লাহ দুর্যোগ কেটে যাবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ