সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সিলেটের আরও তিনজন
করোনা আক্রান্ত আরও তিনজন সুস্থ হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
সুস্থতার ছাড়পত্র নিয়ে আজ সোমবার (১১ মে) বিকেল তিনটায় তারা বাড়ি ফিরেন।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া তিনজনকে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিকেল ৩টায় তারা হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। এদের মধ্যে একজন শামসুদ্দিন হাসপাতালের স্টোর কিপার, একজনের বাড়ি বিয়ানীবাজার ও আরেকজনের বাড়ি নগরের শিবগঞ্জে।’
এর আগে এ হাসপাতাল থেকে আরও ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এরমধ্যে গত ৬ মে পাঁচজন ও ৯ মে চারজন বাড়ি ফিরেন। এ পর্যন্ত এ হাসপাতল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১২ জন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ