করোনা: ফ্রান্সে লকডাউন প্রত্যাহার


প্রায় দুইমাস ধরে চলা লকডাউনের কড়াকড়ি প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স। আজ থেকে ইউরোপের এ দেশটি ধীরে ধীরে পুনরায় সব চালু করতে শুরু করেছে।

সোমবার (১১ মে) থেকে পুর্বপরিকল্পনা অনুসারে দেশটির বেশিরভাগ দোকানপাট খুলেছে। খবর সিএনএনের।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে রেড এবং গ্রীন জোন হিসেবে ফ্রান্সকে দুইভাগে ভাগ করা হবে। এক্ষেত্রে রেড বা লাল এলাকাগুলোতে লকডাউন কঠোরভাবে আরোপ করা থাকবে।

পাশাপাশি, সারাদেশে সব প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা সোমবার থেকে ক্লাসে ফিরবে।

তবে ফ্রান্স সরকার সবাইকে সতর্ক করে দিয়েছে যে, জনসাধারণ যদি সামাজিক দূরত্বের আইন না মেনে চলে তাহলে লকডাউনের কড়াকড়ি পুনরায় আরোপ করা হবে।

করোনায় দেশটিতে এ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ হাজার ৫৬৯ জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ