মুন্সিবাজারের শপিংমহল বন্ধ রাখুন!
বনিক সমিতির কাছে এম সি এস ও বি সি এম এর আবেদন
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারে শপিংমহল বন্ধের দাবিতে বনিক সমিতি মুন্সিবাজারের কাছে মুন্সীবাজার কালচারাল সোসাইটি (এম সি এস) ও ব্রাদার্স ক্লাব (বি সি এম) এর আবেদন।
বিশ্বব্যাপি করােনা ভাইরাস বর্তমান প্রেক্ষাপটে মহামারি রূপ নিয়েছে । মৃত্যুর মিছিলে নাম লেখাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রদক্ষেপও থামাতে ব্যর্থ হচ্ছে মৃত্যুর মিছিল ।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুন্সিবাজারে হাজার হাজার মানুষের সমাগম ঘটছে প্রতিনিয়ত । আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে মুন্সিবাজারের কাপড় ব্যবসা । প্রতিদিন বাংলাদেশের অন্যতম করােনা আক্রান্ত শহর নারায়নগঞ্জ , ঢাকা গাজীপুর থেকে কাপড়সহ অন্যান্য জিনিসপত্রের গাড়ী প্রবেশ করছে বাজারে। তারা বিশ্বাস করে সেইসব গাড়ি বহন করে নিয়ে আসছে মহামারি করােনা ভাইরাস তাদের আঙ্গিনায় ।
তাই অত্র এলাকার দুটি সামাজিক সংগঠন এর দাবী করােনা ভাইরাস মহামারি ঠেকাতে মুন্সিবাজারের শপিংমহলগুলাে বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
বনিক সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়ার কাছে আবেদন পত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন এম সি এস এর উপদেষ্টা আতাউর রহমান, আব্দুল আহাদ ডিপু, সভাপতি জুনেদ মিয়া, সাধারণ সম্পাদক এস এম হেলাল, হুমায়ুন রশিদ টিটন।
আরোও উপস্থিত ছিলেন ব্রাদার্স ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাবলু ও এহসানুর রহমান জুয়েল।
মুন্সিবাজার কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক এস এম হেলাল এশিয়াবিডিকে জানান , বাজারে দিন দিন যে হারে শপিং করার জন্য মানুষ বাড়ছে এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই মুন্সিবাজার মৃত্যু নগরীর রুপ ধারণ করবে। তাই যত তারাতারি সম্ভব শপিং মহল বন্ধ করার ব্যাবস্থা করা উচিত।
এদিকে ব্রাদার্স ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাবলু বলেন, লকডাউন খোলার পরেই বাজারের আগের তুলনায় জনসমাগম বেড়েই চলেছে। কেউ অকাজে, কেউ বা শপিংকরতে আসছে। আমি মনে করি যত তারাতারি সম্ভব শপিং মহল বন্ধ করা উচিত না হলে পরবর্তীতে ভবাবহ রূপ ধারন করবে মুন্সিবাজার।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

