জুড়ীতে বিএনপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকা দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি ।

আজ মঙ্গলবার(১২ মে) বেলা দুইটায় জুড়ী কলেজ রোডস্থ কার্যালয়ে পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি-সম্পাদকের নিকট ইউনিয়নের ৪৫০ জনের খাদ্য তুলে দেয়া হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিটুর সহযোগীতায় মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকার দশ হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনুু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, জেলা বিএনপির সদস্য মোহাইমিন শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাছুম রেজা চেয়ারম্যান, সহ-সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চুনু, বিএনপি নেতা লিয়াকত আলী, নামর আলী, ফাতির আলী, ডা. মুস্তাকিম হোসেন বাবুল, মামুনুর রশীদ, জসিম উদ্দিন, আচমত আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ, যুবদল নেতা মুজাহিদুল ইসলাম জয়দুল, সাইফুর রহমান, ছাত্রদল নেতা সুহেল আহমদ, কামাল আহমদ প্রমুখ।

উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু বলেন, উপজেলার সকল ইউনিয়নের সভাপতি-সম্পাদকের মাধ্যমে পর্যায়ত্রমে ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এশিয়াবিডি/সাইফ/মারুফ

আরও সংবাদ