দেশে ১৫১৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

দেশে চিকিৎসক-নার্সসহ ১ হাজার ৫১৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক ৫৮৭ জন, নার্স ৩৯০ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ৫৩৮ জন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) এ তথ্য জানিয়েছে।

বিএমএ’র দফতর সম্পাদক অধ্যাপক ডা. মো. শহিদ উল্লাহ বলেন, সব মিলে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫১৫ জন স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।

এদিকে এখন পর্যন্ত দেশে ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৫০ জন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ