দোকান মালিক কানু দাসের মহানুভবতা

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট বাজারের গিরীন্দ্র মার্কেটের মালিক কানু দাস অনন্য এক মহানুভবতা দেখালেন। কানু দাস তার মালিকানাধীন গিরীন্দ্র মার্কেটের ২০টি দোকানের সবকটির ভাড়া মাফ করে দিলেন। এপ্রিল মাসের ভাড়া ৬০ হাজার টাকা তিনি মাফ করেছেন। তারে মহানুভতা দেখি অন্য দোকান মালিকরাও তাদের দোকানগুলোর ভাড়া না নেয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছেন।

খেয়াঘাট বাজারের ২০ টি দোকানের মালিক বাজারের পার্শ্ববর্তী যাত্রাপুর গ্রামের প্রয়াত গিরিন্দ্র কুমার দাসের ছেলে কানু দাস। তার দোকানগুলোর ভাড়া মওকুফ করার বাজারের ব্যবসায়ীবৃন্দ তাকেসহ সকল দোকান মালিকদের অভিনন্দন জানান।

গিরীন্দ্র মার্কেটের মালিক কানু দাস বলেন, মারামারি করাটা ভাইরাসের কারণে ব্যবসায়ীরা বিপর্যস্ত। লোকসানের কারণে প্রায় দুই মাস ধরে দোকানপাট গুলো বন্ধ। আমি নিজের বিবেকের তাড়নায় আমার মার্কেটের সকল ব্যবসায়ীদের ভাড়া মওকুফ করে দিয়েছি। এই ব্যবসায়ীরাই তো আমাকে প্রতি মাসে ৬০ হাজার টাকা ভাড়া দিতেন। আমি না হয় এক মাসের ভাড়া তাদেরকে দিয়ে দিলাম। তাই আমি আমার মার্কেটের সফল ব্যবসায়ীদের এপ্রিল মাসের ভাড়া মাফ করে দিয়েছি।

পাশাপাশি খেয়াঘাট বাজারের সকল দোকান মালিকবৃন্দও তাদের দোকান ভাড়া মওকূফ করেছেন।

খেয়াঘাট বাজারের ব্যবসায়ীদের সমিতি- বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, আমাদের বাজারের দোকান মালিকগণ এক অনন্য নজির সৃষ্টি করেছেন। বাজারের সবচেয়ে বেশি দোকান ভিটার মালিক কানু দাস তার সবকটি দোকানের ভাড়া মওকুফ করে দিয়েছেন। পাশাপাশি আমাদের বাজারের অন্য মালিকগণও তাদের দোকান ভাড়া মওকুফ করে দিয়েছেন। ‌ এজন্য আমরা বাজারের সকল ব্যবসায়ীরা তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তারা অনেক মহত্ত্বের পরিচয় দিয়েছেন।

এশিয়াবিডি/সোহেল

আরও সংবাদ