জুড়ীতে উপহার সামগ্রী দিলো আল-হারামাইন হাসপাতাল
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সিলেটের স্বনামধন্য হাসপাতাল আল-হারামাইন হাসপাতাল (প্রাঃ) লিমিটেডের পক্ষ থেকে প্রায় ৩০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জুড়ী উপজেলা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলার ৩০০ পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, আল-হারামাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান(সিআইপি), উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কামিনীগঞ্জ বাজার সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, টাউন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশ প্রমুখ।
উল্লেখ যে, এর আগে জুড়ী উপজেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে ২২০ টি পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এশিয়াবিডি/সাইফ/মারুফ