করোনা: বেঙ্গালুর থেকে ফিরলেন ১৪৪ বাংলাদেশি


করোনাভাইরাসের কারণে ভারতের বেঙ্গালুর শহরে আটকে পড়া ১৪৪ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (১৩ মে) বেঙ্গালুর থেকে বিমানের একটি চাটার্ড ফ্লাইট ১৪৪ বাংলাদেশিকে নিয়ে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনছে সরকার। এরই অংশ হিসাবে ভারতে থাকা বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে তাদের ফিরিয়ে আনা হলো।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন।  তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ