যুব কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন


মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ফুলতলা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ বুধবার ( ১৩ মে) পরিষদের সভাপতি এমদাদুল হক বুরহানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম এর সঞ্চালনায় নোবেল করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশি-বিদেশি ভাই বোনদের কল্যাণে “দোয়া ও ইফতার মাহ্ফিল” অনুষ্ঠিত হয়।

এতে উপস্হিত তরুণ যুবকদের উদ্দেশ্য মাহে রামাদ্বানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ফুলতলা বাজার জামে মসজিদের খতিব মাওলানা তাজ উদ্দিন সাহেব। ইফতার মাহফিলে আরো উপস্হিত ছিলেন পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ  সাইদুল ইসলাম, শিক্ষা সম্পাদক রাহেল আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ মোঃ জাবের, অফিস সম্পাদক আফিফুর রহমান, শ্রমিক সম্পাদক নজরুল ইসলাম (দৌলত) সহ পরিষদের অন্যান্য সম্পাদক ও সদস্যবৃন্দ।

পরিষদের সভাপতি এমদাদুল হক বুরহান বলেন, এই বৈশিক পরিস্থিতিতে যারা এই সামাজিক সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাদেরকে ফুলতলা যুব কল্যাণ পরিষদে পক্ষ থেকে আমরা দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আমাদের সমাজসেবামূলক ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ