করোনা থেকে মুক্ত হলেন ১২ পুলিশ সদস্য
ক্রমেই সুস্থ হয়ে উঠছেন করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যরা। ভাইরাসের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে জয়ী হয়েছেন আরও ১২ সদস্য।
সুস্থ হয়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ত্যাগ করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।
সরকারের আইইডিসিআর এর চিকিৎসা প্রটোকল অনুযায়ী এ ১২ পুলিশ সদস্যের পরপর দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। দুবারই ফল নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া এসব পুলিশ সদস্যকে ফুল দিয়ে বিদায় জানায়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

 
			 
 