আনোয়ারায় ঈদ উপহার বিতরণ
করোনা প্রাদুর্ভাবের মাঝে মার্কেট, বিপনি-বিতানে করোনার ঝুঁকি এড়াতে ঈদ উপহার বিতরণ করলো পূর্ব বারাখাইন সমাজিক সংগঠন।
গত কাল উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের পূর্ব বারাখাইন গ্রামের প্রায় দেড়’শ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
উপহার সামগ্রী বিতরণ কালে সংগঠনের উপদেষ্ঠা তানভীর শাওন বলেন, এই মহামারি করোনা বেশি দিন স্থায়িত্ব হবেনা। যতদিন আছে আমাদের স্বাস্থ্য বিধি মেনে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং তিনি সংগঠনের পক্ষ থেকে দেশে বিদেশের যারা এই উপহার সামগ্রী প্রদানে সহযোগিতা করেন তাদের ধন্যবাদ জানান।
এশিয়াবিডি/সাইফ/হৃদয়


