জুড়ীতে নতুন করে দু’জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২ জনের করোনাভাইরাস ধরা পড়েছে ।

জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের এক গৃহিনী (৫৫) এবং ফুলতলা ইউনিয়নের চুঙ্গাবাড়ী গ্রামের বাসিন্ধা (৪৫)।এ দু’জনসহ উপজেলায় এ পর্যন্ত মোট ছয়জনের কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনা সমন্বয় কমিটির প্রধান শহিদুল আমিন ফরহাদ জানান, তাদের একজন সিলেটে চিকিৎসা নিতে গিয়ে করোনা ধরা পড়ে। অন্যজনের নমুনা পাঠানো হয়েছিল, পাঠানো নমুনা থেকে ফলাফল পজেটিভ আসে। তাদের বাড়ী লকডাউন ও সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এশিয়াবিডি /কামরান/মারুফ

আরও সংবাদ