আনোয়ারায় পল্লী চিকিৎসকদের মাঝে আয়া ব্লাড ব্যাংকের পিপিই বিতরণ
করোনা প্রাদুর্ভাবে ঝুঁকি ও অনিশ্চয়তার সাথে দায়িত্বরত মানবতার সেবক পল্লী চিকিৎসকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেন ইয়ুথ এসোসিয়েশন এর অঙ্গ সংগঠন আয়া।
১৫ মে (শুক্রবার) সকাল থেকে উপজেলার ৬টি ইউনিয়নে ( বৈরাগ, রায়পুর, জুইন্দডী, বারশত, বটতলী, বরুমছড়া) কর্মরত ৫০জন পল্লী চিকিৎসকের দ্বারে দ্বারে গিয়ে পিপিই পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর ইয়ুথ ক্লাব ও আয়া ব্লাড ব্যাংকের উপদেষ্টা আতাউল্লাহ, রায়পুর ইয়ুথ ক্লাব ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সেলিম উদ্দিন, বৈরাগ ইয়ুথ ক্লাব ও ব্লাড ব্যাংকের সিনিয়র সদস্য মুহাম্মদ ওসমান, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ উল্লাহ মাহমুদ, উপদেষ্টা যুগ্ম-সদস্যসচিব মোস্তফা রেজা, উপদেষ্টা নাকিব মাহফুজ সহ বিভিন্ন ইউনিয়ন সংগঠনের প্রতিনিধিরা।
এশিয়াবিডি/কামরান/জাহিদ


