ছাত্রলীগের আন্তকোন্দলের জেরে হামলা মামলায় অভিযুক্তদের থানায় আত্মসমর্পণ

কুমিল্লায় ছাত্রলীগের আন্তকোন্দলের জেরে হামলা মামলায় অভিযুক্তদের ৪জন কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আত্মসমর্পণ করেছে।

রবিবার (১৭ মে) বেলা ১২টায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এসে অভিযুক্তদের ৪জন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা (উচ্চ মাধ্যমিক শাখা) মাহমুদুল হাসান সিমান্ত (২৪) অপর তিনজন তাওসিফ শুভ (২১), আকাশ (২১) ও শাফায়তুল হাসান হাসিব (২২) স্বেচ্ছায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বিল্লাল হোসেন।

উল্লেখ্য, গত ৮ মে (শুক্রবার) সন্ধ্যায় নগরীর উত্তর চর্থায় ছাত্রলীগের আন্তকোন্দলের জেরে কুমিল্লা সরকারী কলেজ ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাকিবের উপর হামলা হয়। এসময় সাকিব গুরুতর আহত হয়।

এ বিষয়ে সাকিবের বাবা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

এশিয়াবিডি/কামরান/ইসমাইল

আরও সংবাদ