কবিতাঃ পণ্য

পণ্য

মোঃ তোফায়েল হোসেন

হাজার প্রহর প্রজার মতো শুধু কষ্টেই কাটিয়ে দিলাম
তোমার অচেনা যৌবন রাঙা নেশাধরা কামনার
উত্তপ্ত হাওয়া বহে যাওয়া ফেরারি নীল শহরে;
লক্ষ স্বপ্ন বক্ষে ধরে মরে মরে অবশেষে পড়ে রইলাম
পুরুষের পুরুষত্বের স্নায়ু কাঁপা শিরশির অনুভবের
লণ্ডভণ্ড করা এক তীব্র ঝড়ের নিশ্ছিদ্র আঁধারে।
সবুজ কথার অবুঝ ব্যথায় কাতর করে পাথর চাপায়
সঞ্চিত সব প্রেম থেকে বঞ্চিত করে ডুবিয়ে দিলে
সাত আজলা জলের সমুদ্রে- এই প্রেমপাগল আমারে।
দেবে বলে নিয়ে গেলে টানাচোখের উদাস ইশারয়ায়
পূর্ণিমা রাতের উষ্ণতায় ঠোঁটের মধুময় ভালোবাসায়
শুভ্র বিশ্বাসের অদ্ভুত আশায় তোমার অতৃপ্ত অন্তরে;
ছন্নছাড়া শূন্য চোখ জাদুতে জুড়ালে, রূপেতে পোড়ালে
কুৎসিত তৃপ্তি কুড়ালে ছলনার মিথ্যে দু’হাত বাড়ালে
সুগন্ধ ছড়িয়ে কাছে এসে দাড়িয়ে মুগ্ধ করলে- সুন্দরে।
নিঃস্ব আমি বিশ্ব দেখি কবিতার এলোমেলো শব্দ চয়ণে
অপলক ধূসর নয়নে শ্রাবণের গানে প্লাবণের মাতাল টানে
বসে একা রক্তাক্ত হৃদয়ে বাংলার অপরূপ প্রান্তরে;
তুমি আজ ছেড়ে লাজ সস্তা মেকাপে নিজেকে সাজাও
লোভনীয় পণ্য হও একেবারে কম দামে বিক্রি হও,
দেহ বিলাসী হয়ে শুয়ে যাও বন্য মানুষের শূন্য বন্দরে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ