এবার রামিসা এন্টারপ্রাইজের নগত অর্থ বিতরণ

আনোয়ারায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন, দরিদ্র জনগোষ্ঠী,অসহায় দুস্থ ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগত অর্থ বিতরণ করেন রামিসা এন্টারপ্রাইজের পরিচালক হাসান উদ্দিন।

করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই কর্মহীন অসহায় হতদরিদ্রের পাশে এসে দাড়িয়েছেন রামিসা এন্টারপ্রাইজের পরিচালক। তিনি নিজ এলাকায় কয়েক দফায় ত্রান সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণ করে। এরি ধারাবাহিকতায় এবার নিজ এলাকায় নগত অর্থ বিতরণ করেন।

আজ ১৮ এপ্রিল (সোমবার) তার নিজ গ্রাম ১০নং হাইলধর ইউনিয়নের হাইলধর গ্রামে ১০০টি পরিবারের মাঝে এবং ১৪ টি মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের কাছে গিয়ে এই অর্থ পৌঁছিয়ে দেন।

এই বিষয়ে হাসান উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ করোনার করোন পরিস্থিতির শুরু থেকেই কয়েক দফায় ত্রান সামগ্রী ও ইফতার সামগ্রী বিতরণের পর এবার নগত অর্থ বিতরণ করা হয়েছে। এই পরিস্থিতি অব্যহৃত থাকলে ইনশাআল্লাহ আরো কয়েক দফায় ত্রান সামগ্রী বিতরণ করা হবে।

এশিয়াবিডি/কামরান/জাহিদ

আরও সংবাদ