জুড়ীতে ১২০০ পরিবারকে ঈদ উপহার দিলেন ইউপি চেয়ারম্যান মাছুম রেজা

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা সামাজিক দূরত্ব বজায় রেখেই ১২০০ পরিবারেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

আজ সোমবার (১৮ মে) দুপুরে প্রায় ১২০০ পরিবারেকে মক্তদির বালিকা উচ্চবিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, দুর্নীতি দমন কমিশন জুড়ীর সভাপতি তাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নিপার রেজা, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমন, মুজাহিদুল ইসলাম জয়দুল ছাড়াও আরো অনেকে।

ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা এশিয়াবিডিকে বলেন, করোনা পরিস্থিতির কারণে সাধারণ মানুষের কাজকর্ম বন্ধ এমনকি তাদের আয়ের এর উৎসও বন্ধ হয়ে গেছে। প্রায় দেড় মাস থেকে পুরো দেশ লকডাউন কিছুদিন পরেই ঈদ। তাই এই মুহূর্তে এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যিই অনেক আনন্দ লাগছে।তাই আমি আমার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করার পাশাপাশি সবাইকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছি।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ