দোয়ারাবাজারে ডেগার ঠেকিয়ে ডাকাতি, আটক ৫


সুনামগঞ্জস্থ দোয়ারাবাজারে ডেগার ঠেকিয়ে আরিফ টেলিকম সেন্টারে ডাকাতি আটক ৫ ঘটনাটি ঘটে উপজেলা দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সেহরির পর ভোর সাড়ে ৪টার দিকে ওই ডাকাত চক্রের সদস্যরা লোহার শাবল দিয়ে বোগলা বাজারের আরিফ টেলিকম সেন্টারের (দোকানের) সার্টার ভাঙ্গার চেষ্টাকালে বাজারের নৈশ প্রহরী আব্দুর রহিম তাদেরকে বাঁধা দেন। এ সময় তারা তাকে ডেগার ঠেকিয়ে আটকে রেখে ভেতরে ঢুকে নগদ টাকা, এন্ড্রয়েড মোবাইল সেট ও বিভিন্ন সরঞ্জামাদিসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।নৈশ প্রহরী আব্দুর রহিমের তথ্য সাপেক্ষে এ ঘটনায় জড়িত ৫ জন ডাকাতকে আটক করে এলাকাবাসী, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃতদের থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হচ্ছে- উপজেলার বোগলা ইউনিয়নের মৃত জুলমত আলীর পুত্র সোহাগ মিয়া, আইবুল মিয়া, একই ইউনিয়নের নোয়াডর গ্রামের মুক্তিযোদ্ধা হোসেন মিয়ার পুত্র জুয়েল মিয়া, মৃত নিজাম উদ্দিনের পুত্র হারুন মিয়া এবং একই উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পুরান বাঁশতলা গ্রামের মৃত সিকান্দর আলীর পুত্র হারিছ আলী।এ ঘটনায় প্রায় ১৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক আরিফ। এলাকাবাসীর অভিযোগ, আটককৃতরা মাদকদ্রব্যসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে জড়িত রয়েছে। দোয়ারাবাজার থানা ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেন বলেন অভিযুক্তদের ব্যপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়া চলমান।

এশিয়াবিডি/কামরান/ইসমাইল

আরও সংবাদ