ধোবাউড়ায় ওমর ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

ধোবাউড়ায় হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেলের পক্ষে কর্মহীন চা দোকানীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে মাদ্রাসা মাঠে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল।

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা শামীম, মাসুদ সরকার, রফিকুল ইসলাম বুলু, রাসেল খান, আঃ হালিম মোল্লা প্রমুখ। উল্লেখ্য, দানবীর হিসেবে পরিচিত সালমান ওমর রুবেলের উদ্যোগে ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে।

এশিয়াবিডি/কামরান/সৌরভ

আরও সংবাদ