ভেঙে পড়েছে হাসপাতালের গেইট, নির্মাণ কাজে অনিয়ম!
কানাইঘাট উপজেলা হাসপাতালের দৃষ্টিনন্দন গেইট নির্মাণ কাজে ব্যাপক ক্রুটি থাকায় কাজ চলাকালিন অবস্থায় মঙ্গলবার সকাল ১১টায় ধসে পড়েছে।
এতে কয়েকজন শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, আর আর এন্টারপ্রাইজ নামের একটি কন্সট্রাক্সন কোম্পানীর প্রকৌশলীর নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও অদক্ষতার কারণে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় জনসাধারণ জানিয়েছেন, প্রতিনিদিন দিনের বেলায় কোন কাজ হয় না। গেইটের নির্মাণ কাজ হয় রাতের বেলায়। নিম্নমানের বালু, রড, সিমেন্ট দিয়ে ডালাইয়ের মাধ্যমে নির্মাণ কাজ করা হয়। এতে কোনরকম পাথর পানি দিয়ে ধোয়া ছাড়া ময়লাযুক্ত পাথর ও বালু দিয়ে ডালাইয়ের কাজ করা হয়।
স্থানীয় লোভাছড়া পাথর কোয়ারী থেকে এসব পাথর সরবরাহ করা হয়েছে বলে অনেকেই জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ডালাইকাজ চলাকালীন সময়ে উক্ত গেইট ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। তাদেরকে স্থানিয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আলাপকালে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচও) ডা: শেখ শরফুদ্দিন নাহিদ বলেন, আর আর এন্টারপ্রাইজ এই কাজটির কন্ট্রাক্ট নিয়েছে। এতে তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এশিয়াবিডি/সাইফ/আলিম

 
			 
 