বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার বিতরণ
করোনা (কোভিড ১৯) মহামারিতে যখন সারা বিশ্ব্য বিপর্যস্ত ঠিক সেই মুহুর্তে বরুনী গ্রামের, দারুল উলুম ফাউন্ডেশন এর অর্থায়নে, বরণীর মাদ্রাসার মুহতামিম হা: মাওলানা নজির আহমদ পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার দশঘর ইউনিয়নের প্রায় ৬০ জন অসচ্ছল মেধাবী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৯ মে) জামিয়া ইসলামিয়া দারুল উলুম বরুনী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কাদের সাঈদ, মোঃ সুন্দর আলী, ফেরদৌস আহমদ, মাওলানা মাসুম আহমদ প্রমুখ।
অত্র মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা শরিফ উদ্দিন, এক বিবৃতিতে বলেন, করোনা মহামারিতে সারা ওয়াল্ডে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থা দিন দিন নাজুক হচ্ছে। যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান (কওমী মাদ্রাসা) বন্ধ থাকায় শিক্ষকরা আর্থিকভাবে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এদিকে পবিত্র ঈদুল ফিতর আসন্ন, তাই তারা যাতে তাদের পরিবারকে নিয়ে হাসিমুখে আসন্ন ঈদকে উদযাপন করতে পারেন পাশাপাশি সে দিকে লক্ষ্য রেখে উদ্যোগ গ্রহণ করার কথা বলেন।
উলামা হেলপিং ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির সাঈদ বলেন, দারুল উলুম ফাউন্ডেশনের এই উদ্যোগ অনেক সুন্দর হয়েছে। আর এই করোনা মহামারী পরিস্থিতিতে সকল সচেতন থাকবেন, আলহামদুলিল্লাহ! যারা এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাদের সবাইকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন।
এশিয়াবিডি/কামরান/কাদির

