জুড়ীতে ৪ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪ জনকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক।

এ অভিযানে আদালত সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় উপজেলার কাশিনগর গ্রামের সাইফুর রহমানকে এক হাজার টাকা, দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮/২৬৯ ধারায় ভবানীপুর গ্রামের কাজল দেবনাথ, হরিরামপুর গ্রামের নাদিম মাহমুদকে পাঁচশ টাকা করে এবং রানীমুড়া গ্রামের তোতা মিয়াকে দুইশ টাকাসহ দুই হাজার দুইশত টাকা জরিমানা করেন।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ