ছেড়ে দিন পাখি শিকার, মিলবে ১৫ দিনের খাদ্যসামগ্রী

করেনাকালে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় পাখি শিকারি ১৫০ টি পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন, শ্রীমঙ্গল।

বুধবার সকাল থেকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অজ্ঞানতাবশত কিংবা পেশাদার পাখি শিকার কাজে জড়িয়ে পড়া এসব পরিবারের পাশে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছেন সংগঠনটি।

খাদ্যদ্রব্যের পাশাপাশি তাদের হাতে বন্যপ্রাণী ধরা মারা আটকে রাখাসহ পাখি শিকার দণ্ডনীয় অপরাধ সম্পর্কে এবং এর ফলে প্রাকৃতিক বিপর্যয়সহ পরিবেশের ভারসাম্য কিভাবে নষ্ট হয় খাদ্যসামগ্রীর সাথে দেয়া লিফলেটের মাধ্যমে সচেতন করে তুলার চেষ্টা করা হয়েছে।

পাখি শিকারের মতো কাজ থেকে সরে আসায় এসব পরিবার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই কঠিন সময়ে এসে চরম অসহায় জীবযাপন করছেন। এ পেশা ছেড়ে আসা দরিদ্র এ জনগুষ্ঠির প্রায় এক’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও প্রাণপ্রকৃতি রক্ষার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় খাদ্য সামগ্রীর সাথে বাড়িতে রোপন করার জন্য প্রত্যেক পরিবারকে একটি করে ওষধি বৃক্ষের চারাও দেয়া হয়।

জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি হৃদয় দেবনাথ জানান, ত্রান সামগ্রীর পাশাপাশি প্রত্যেক পরিবারকে প্রাণপ্রকৃতি রক্ষায় জনসচেতনতা তৈরীর জন্য একটি লিফলেট ও একটি করে ওষুধি গাছের চারা বাড়িতে রোপনের জন্য দেয়া হয়েছে।

তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ এড়াতে বন্যপ্রাণী রক্ষাসহ বৃক্ষ রোপনের বিকল্প নেই।পৃথিবীতে এখন পর্যন্ত যত ধরণের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে তার জন্য আমরা মানুষরাই দায়ী’। কেউ যদি পাখি শিকার বাদ দিয়ে দেয় তাহলে আমরা তাকে ১৫ দিনের খাবার দিয়ে আসবো।

এ সময় জীববৈচিত্র্য সংগঠন ফাউন্ডেশনের অন্যতম সদস্য পঙ্কজ নাগ, তপন চক্রবর্তী, দ্বীপ দে, রূপক দত্ত, সুভাষ দাশ তপনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ বলেন, সাংবাদিক হৃদয় দেবনাথ এর নেতৃত্বে জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন সংগঠনটি যেভাবে ধারাবাহিক সফলতার সাথে কাজ করে যাচ্ছে আমরা বন বিভাগ সত্যিই মুগ্ধ।তিনি বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের তারুণ্যদীপ্ত এ টিমটি বন্যপ্রাণী সংরক্ষণে বেশ ভালো ভূমিকা রাখছে । সংগঠনের সফলতা কামনা করেন তিনি ।

উপজেলা নির্বাহীকর্মকর্তা মো নজরুল ইসলাম বলেন, সাংবাদিক হৃদয়ের প্রকৃতির প্রতি যে ভালোবাসা তা সত্যিই প্রশংসার দাবী রাখে’। তিনি বলেন, তার এই ব্যাতিক্রমী উদ্যোগ দেখে আশা করছি আরো অনেকেই উদ্ভুদ্ধ হবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ