১১০টি পরিবারে ঈদ উপহার দিল জুড়ী উপজেলা ফাউন্ডেশন
মৌলভীবাজারের জুড়ীতে “জুড়ী উপজেলা ফাউন্ডেশনের” সার্বিক ব্যবস্থাপনায় কাতার জালালাবাদ এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক ও জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক সাধারন সম্পাদক “জনাব আবুল হাসান” এর পক্ষ থেকে ১১০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) জুড়ী উপজেলা ফাউন্ডেশনের আয়োজনে ও বিশিষ্ট সমাজ সেবক জনাব আবুল হাসান এর অর্থায়নে উপজেলার অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক কামরুল হোসেন পলাশের উপস্থাপনায় বক্তব্য রাখেন উলাজেলা পরিষদের চেয়ারম্যান বীর মু্ক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক,জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাসুম রেজা, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম তারামিয়া,জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবির উদ্দিন,জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সহ সম্পাদক কুতুব উদ্দিন জসিম,অর্থ সম্পাদক রায়হান আহমেদ শাহীন,শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়ছল আহমেদ,কার্যকরী সদস্য ফারুক আহমেদ।
উল্লেখ্য যে, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে ২২০ ও ২য় ধাপে ৩০০ এবং এ ধাপে ১১০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এশিয়াবিডি/সাইফ/মারুফ