রাজনগরে ক্রিকেট টিমের উপহারে হাসি ফুটেছে ৪০ পরিবারে

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট টিমের আয়োজনে পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার টেংরা ইউনিয়নের ৪০ টি পরিবারে এই উপহার সামগ্রী বাড়ী বাড়ী গিয়ে বিতরণ করেছে টেংরা গ্লেডিয়ার্স ক্রিকেট টিম।

ক্রিকেট টিমের একজন সদস্য বলেন, বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণের কারণে মানুষ সাময়িক সময়ের জন্য কর্মহীন হয়ে পড়েছেন। তাই আমরা টিমের ১৫ জন সদস্য নিজেদের সাদ্যমত ৪০ টি পরিবারে এই উপহার সামগ্রী বিতরণ করেছি।

তিনি বলেন, ঈদের পর নিজেদের  উদ্যগে আরো ভালো ভাবে উপহার সামগ্রী বিতরণের চিন্তা করছি। প্রথম ধাপের এই সামন্য উপহার পেয়ে লোকজনের হাসি মুখ দেখে আমরা সত্যিই গর্বিত।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ