মোগলাবাজারে তোফায়েল আহমদের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ
জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক ও হাজী তোফায়েল আহমদ ট্রাষ্টের চেয়ারম্যান সমাজসেবী হাজী তোফায়েল আহমদের পক্ষ থেকে দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে অসহায়-কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক মানুষের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সিলেট জেলা পল্লীবন্ধু পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় আল রাজন কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় হাজী তোফায়েল আহমদের পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা পল্লীবন্ধু পরিষদের যুগ্ন আহবায়ক মো. মোজাহিদ আহমদ ও সদস্য সচিব মো. হাসান আহমদ।
উপহার সামগ্রী বিতরণ সফল ভাবে সম্পন্ন হওয়ায় হাজী তোফায়েল আহমদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এশিয়াবিডি/কামরান/তারেক