আজ ভাষাসৈনিক ছৈয়দুর রহমান চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী

চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলধর গ্রামের সম্ভ্রান্ত তজম্বুল আলী চৌধুরী পরিবারের সন্তান ভাষাসৈনিক ছৈয়দুর রহমান চৌধুরী ২০০৪ সালের ২২ মে ইন্তেকাল করেন।
আজ ২২ মে শুক্রবার তাঁর ১৬ তম মৃত্যুবার্ষিকী। তিনি ৪৭ সালে পাকিস্তান আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ৫২ এর ভাষা আন্দোলনেও তিনি বাংলা ভাষার জন্য সংগ্রাম করে গেছেন । ভাষা আন্দোলনের মুখপাত্র সৈনিক প্রকাশে তিনি অকাতরে অর্থসহায়তা চালিয়ে যান তখন। উপমহাদেশের পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদ, ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, হায়দারাবাদ, দিল্লীসহ বিভিন্ন দেশে বিচরণ করেন ছৈয়দুর রহমান।

তিনি উপমহাদেশের বড় বড় রাজনৈতিক নেতৃবৃন্দের সান্নিধ্যেও ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি মানবাধিকার ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জনদরদী ও ত্যাগী মানুষ ছিলেন। তাঁর একমাত্র পুত্র মিজানুর রহমান চৌধুরী জাতীয় দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের চট্টগ্রাম, দ্যা ডেইলি টুরিস্ট, দৈনিক আমাদের কক্সবাজার ও জিএসএস নিউজ ২৪ এর সম্পাদক ও প্রকাশক। জাতীয় প্রেসক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী পিতার মতই বর্তমানে সমাজসেবা ও দেশ গড়ার প্রত্যয়ে সংগ্রাম অব্যাহত রেখেছেন। মানবাধিকার রক্ষায়, দেশ রক্ষায় তিনি গঠন করেছেন লাভ বাংলাদেশ ফাউন্ডেশন।

এই সংগঠনের মাধ্যমেই তিনি সমাজের নিষ্পেষিত, নির্যাতিত, অসহায় মানুষের পক্ষে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ছৈয়দুর রহমান চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর একমাত্র পুত্র মিজানুর রহমান চৌধুরী সকলের দোয়া কামনা করেছেন।

এশিয়াবিডি/কামরান/জাহিদ 

আরও সংবাদ