বালাগঞ্জে বেগ সমাজ কল্যান সংস্থা’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ

বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ গ্রামস্থ “বেগ সমাজ কল্যান সংস্থা”র উদ্যোগে স্থানীয় অসহায়, দিনমজুর ও কর্মহীন দুই শতাধিক পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে স্থানীয় মুসলিমাবাদ গ্রামে উপহার হিসেবে এ অর্থ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী হাজী আব্দুল জাহির বেগ ও পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আজমল বেগ।

এসময় উপস্থিত ছিলেন পূর্বগৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল হক বাবু, ইউপি সদস্য আব্দুল মনাফ (বুরো), ছানা বেগ, লিটন বেগ, জাকির বেগ, লিকসন বেগ, সালমান বেগ, আলমগীর বেগ, সেলন বেগ, আমজাদ বেগ, জুয়েল বেগ প্রমুখ।

এশিয়াবিডি/কামরান/তারেক

আরও সংবাদ