বালাগঞ্জে সেনাবাহিনীর মসজিদ জীবাণুমুক্তকরণ ও ত্রাণ বিতরণ

আসন্ন পবিত্র ঈতুল ফিতর উপলক্ষে সিলেট ডিভিশনের অন্তর্ভুক্ত সেনা বাহিনীর ৩৮ ইস্ট বেঙ্গল ইউনিট কর্তৃক ওসমানীনগর-বালাগঞ্জে জীবাণূনাশক স্প্রে দিয়ে মসজিদ জীবাণূমুক্তকরণ ও দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সেনা সদস্যরা।

আজ রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই উপজেলা ৭/৮টি মসজিদ জীবাণূমুক্তকরণ ও বেশ কিছু দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে ইউনিটের সেনা সদস্যগণ।

পেট্রল কমান্ডার ক্যাপ্টেন মো. রাশেদুল ইসলামের তত্ত্বাবধানে সেনা সদস্যরা মসজিদ গুলোতে জীবাণুমুক্ত কার্যক্রম ও ত্রাণ বিতরণ করেন।

এশিয়াবিডি/কামরান/তারেক 

আরও সংবাদ