এবারের ঈদ হচ্ছে পরীক্ষা!

পবিত্র ইদুল ফিতরে দেশবাসীকে ইদের শুভেচ্ছা ও করোনাভাইরাস সংকটে সাহস না হারানোর পরামর্শ দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ভোরের নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশার আলো জন্ম দেবে। দাম দিতে হয় জীবনে- ধরে নিন এবারের ইদটা সেই পরীক্ষা। পরম করুণাময় আল্লাহ আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। এই দিন কেটে যাবে।’

ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়ি বাড়ি না গিয়ে ইন্টারনেটে ইদের শুভেচ্ছা বিনিময় করার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘ইদ মোবারক, সবাইকে ইদের শুভেচ্ছা। চারিদিকে আতঙ্ক ভয়, সামজিক দূরত্ব, অভাব-অনটন। তার ওপরে আবার দক্ষিণে আম্পানের তাণ্ডব। এর মধ্যে ইদ।’

করোনার বিপর্যয় কেটে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে বিএনপির মহাসচিব সবাইকে সাহসের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ