তাফসিরুল কুরআন সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী তাফসিরুল কুরআন সংস্থার ঈদ পুনর্মিলনী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
২৫ মে সোমবার বাদআছর রামপশা মাদরাসায় অনুষ্টিত হয়।
সংস্থার সহ সভাপতি মোঃ মখলিছ উদ্দিনের সভাপতিত্বে, সেক্রেটারি আবু সুফিয়ান এর পরিচালনায় মাওঃ শাহিন আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভা অনুষ্ঠিত।
এসময় উপস্থিত ছিলেন মোঃ ইসলাম উদ্দিন, দিলশাদ মিয়া, বদন নুর খান,আবুল হোসাইন, সিরাজুল ইসলাম, রফিজুর রহমান, মাহফুজুর রহমান দুলু,আরবশাহ, আলম আহমদ, রফিক আহমদ, সমছু খা, মাওঃ সিরাজুল ইসলাম, তুহিন আহমদ, মাওঃ রিয়াজআহমদ, মুরাদ, আহমদ, মামুন পারভেজ, রেজওয়ান আহমদ, রোমন আহমদ, সুজন মিয়া, ফাহিম, শিমরান, সহ প্রমূখ।
দেশে বিদেশে অবস্থানরত বিশ্ববাসী র জন্য দোয়া,ও করোনা মহামারি থেকে হেফাজতের জন্য আল্লাহ কাছে পার্থনা করা হয়,মোনাজাত করেন মাওঃ আব্দুল আহাদ।
এশিয়াবিডি/কামরান/কাদির

