কবিতাঃ অনাহারে ওরা

অনাহারে ওরা

আবদুল হাই ইদ্রিছী

একটা মানুষ খুব বিপদে
কিন্তু মুখে হাসি,
একটা মানুষ ভাল থেকেও
বাজায় ব্যথার বাঁশি।

বাঁশির সুরে দৌড়ে গিয়ে
দিচ্ছি তাকে ঢের,
মিডিয়াতে খবর আসে
পায় সে আবার ফের।

হাসি মুখের মানুষটা যে
ক্ষুধার জ্বালায় মরে,
কচি কচি শিশু তাহার
আছে আরো ঘরে।

এই মানুষের হাসির ভেতর
কষ্ট কত ভাসে,
দিব্য চোখে তাকাও তবে
বুঝবে অনায়াসে।

শিশুদেরে কোলে নিয়ে
মুখে বুলায় হাত,
রবের কাছে কান্না করে
নিত্য গভীর রাত।

ওদের কাছে খুব আদরে
দাড়ানোটা চাই,
তোমার আমার আশে-পাশে
ওদের দেখা পাই।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ