রাজনগরে মানবতার কল্যাণে এগিয়ে এলেন জ্যোতিষ পুরোহিত সুব্রত আচার্য্য
করোনা ভাইরাসের (কোভিড ১৯) প্রভাবে বিশ্ব যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, খেটে খাওয়া সাধারণ মানুষ গুলো যখন অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে এই অবস্থায় প্রতিটি দেশেরই বিত্তবান মানুষগুলো মানবতার কল্যানে অসহায় দুঃস্থ মানুষের পাশে দাড়াচ্ছেন। আমাদের দেশেও অনেকে যার যার অবস্থা থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
বর্তমান এ মহামারির সময়ে মানুষ যখন অসহায় তখন রাজনগর উপজেলার কর্নিগ্রামের জ্যোতিষ সুব্রত আাচার্য্যের নিজ বাড়ি কর্নিগ্রামসহ, ক্ষেমসহস্র, পার্শ্বিপাড়া, দাশপাড়া ও ভবানীনগরের ২২৫ জন গরীব দুস্থ অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরন করেন। প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন কালে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রকিব ও কর্ণিগ্রামের এ্যাড. রুপক দেব সাথে ছিলেন।
জ্যোতিষ সুব্রত আাচার্য্য সকলের প্রতি অনুরোধ রেখে বলেন যে সমাজের বিত্তবান মানুষরা অসহায় মানুষের পাশে দাড়ান সেখানে দরিদ্ররা কখনই অন্নকষ্টে ভোগবে না। তিনি সামাজিক দুরত্ব বজায় রেখে চলার আহ্বান জানান।
রুপক দেব বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাধারণ মানুষ কষ্ট করছে। এমন সময়ে জ্যোতিষ সুব্রত আাচার্য্য এগিয়ে এলেন।
এভাবে অত্র এলাকার অনেক বিত্তবান সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

