বন্যায় বেড়েছে ভাঙন, বিপাকে ৫ সহস্রাধিক মানুষ

মৌলভীবাজার জুড়ী নদীতে বিলিন হয়ে যাচ্ছে বেলাগাঁও গ্রামের পূর্ব পাড়ের রাস্তা।
বিপাকে পড়েছেন ৫ সহস্রাধিক মানুষ।

বৃহস্পতিবার (২৮ মে) সরেজমিনে গেলে দেখা যায়, উজান থেকে নেমে আসা ঢল নদীস্রোতের তীব্রতা বেড়ে যায় এবং বন্যার কারণে রাস্তাটির বিভিন্ন অংশ ধসে নদীগর্ভে বিলিন হয়ে যাচ্ছে এ রাস্তা ব্যবহার করে প্রতিবছর হাকালুকি হাওর থেকে ধান, সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন জুড়ীর অধিকাংশ কৃষক।এ রাস্তা ব্যবহার করে প্রতিবছর হাকালুকি হাওর থেকে ধান, সবজিসহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে থাকেন জুড়ীর কৃষকরা।

অন্যান্য বছরের মত এবারও শীতকালে তাঁদের নিজ অর্থায়ন ও পরিশ্রমে মাটি ভরাট করে রাস্তাটি সংস্কার করলে, নদীস্রোত বেড়ে যাওয়ায় গত ৪/৫ দিন থেকে রাস্তার বিভিন্ন অংশ নদীতে ধসে পড়তে শুরু করে। রাস্তার কোনো-কোনো অংশের পুরোটাই নদীতে ধসে গেছে। রাস্তাটির আরো অনেক জায়গায় ধসে পড়ার সম্ভাবনাও রয়েছে। এতে যাতায়াত ও নদীর কিনারে থাকা ঘরবাড়ী চরম ঝুঁকি বহন করছে।

গ্রামের বাসিন্দা হাবিব চৌধুরী বলেন, যে রাস্তা দিয়ে কয়েকদিন আগেও গ্রামবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারতাম সেই রাস্তা আজ নদীগর্ভে বিলীন হয়ে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। রাস্তার তিন জায়গায় এরকম অবস্থা হয়েছে এই রাস্তাটি যদিও আমরা নিজস্ব অর্থায়নে তৈরি করেছে কিন্তু এই অসময়ে ভেঙ্গে যাওয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এশিয়াবিডি/কামরান/মারুফ

আরও সংবাদ