আনোয়ারায় ইয়াবাসহ আটক ১

দিন দিন চট্টগ্রামের ইয়াবা রাজ্য হিসেবে পরিচিত হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশ পথ আনোয়ারা উপজেলা। এবার আনোয়ারা কর্ণফুলী (১৩) আসনের সংসদ সদস্য ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির নিজ এলাকা উপজেলার হাইলধর গ্রাম থেকে ৭০ পিছ ইয়াবাসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে সাতটার দিকে এস আই সুফল ও তার সংগীয় ফোর্সদের এক অভিযানে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের হাইলধর এলাকা হইতে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,আটককৃত আসামী উপজেলার হাইলধর গ্রামের বাদশা মিয়ার ছেলে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাইলধরে এলাকায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ী কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১০ (ক) মামলা রুজু করা হয়।

এশিয়াবিডি/কামরান/জাহিদ 

আরও সংবাদ