রাজনগরে জিপিএ ৫ এ শীর্ষস্থানে আইডিয়েল স্কুল
এবারের এস এস সি পরীক্ষায় বরাবরের মত রাজনগরে শীর্ষস্থান ধরে রেখেছে রাজনগর আইডিয়েল হাইস্কুল। উপজেলার পাশের হার ৮৬.১৭ শতাংশ। শতভাগ ফলাফল অর্জন করেছে জনতা উচ্চ বিদ্যালয় ।
রাজনগরে ১৯টি বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ৩৫০ জন এর মধ্যে পাশ করেছে ২ হাজার ২৫ জন। মোট জিপি এ-৫ পেয়েছে ১২৮ জন।
রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়। শতভাগ ফলাফল অর্জন করেছে গ্রামীন জনপদের বিদ্যালয় জনতা উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের মোট ৫৪ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়ে ৫৪ পাশ করেছে। এর মধ্যে ৪ জন জিপি এ-৫ পেয়েছে।
এশিয়াবিডি/কামরান/আজিজ