মফুর কন্যা বুশরা সালসাবিল’র জিপিএ ৫ লাভ
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. মোস্তাকুর রহমান মফুর’র ছোট মেয়ে বুশরা সালসাবিল নদী মাধ্যমিক বিদ্যালয় সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ লাভ করেছেন।
বুশরা সালসাবিল নদী সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২০ সালের এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
হাজী মো. মোস্তাকুর রহমান মফুর ও নাজমা রহমান দম্পতির ঘর আলোকিত করে ২০০৪ সালে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের জিনারপুর গ্রামে বুশরা’র জন্ম।
আনন্দে আপ্লুত বুশরা জানান, এ ফলাফলে তার মা-বাবা, শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সবাই কৃতিত্বের ভাগীদার। বুশরা’র এ কৃতিত্বের ধারাবাহিকতা বজায়ের জন্য সে সকলের কাছে দোয়া প্রত্যাশী।
মেয়ের এ কৃতিত্বে বুশরা’র বাবা হাজী মো. মোস্তাকুর রহমান মফুর বলেন, মেয়ের এ ফলাফলে তার পরিশ্রম, নিষ্ঠা, বিদ্যালয় ও গৃহ শিক্ষকদের অবদান সর্বোপরী তার মায়ের অবদান অতুলনীয়। আমার মেয়ের জন্য সকলের কাছে দোয়ার আবেদন করছি। আমার মেয়েটি যেনো সততা, ধৈর্য, সামাজিকতা, মানবিকতায় অটুট থেকে এগিয়ে যেতে পারে, সকলের কাছে এই দোয়া’র প্রত্যাশা করছি।
উল্লেখ্য যে, মুক্তমনা বুশরা জগৎখ্যাত একজন গবেষক হয়ে নতুন কিছু উদ্ভাবনের স্বপ্নে বিভোর।
এশিয়াবিডি/সাইফ/তারেক


