জুড়ীতে পোল্ট্রি ফার্ম পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারের জুড়ীতে পোল্ট্রি ফার্ম পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সেই আগুনে প্রায় দুুই হাজার লেয়ার মুরগীসহ বন্ধু পোল্ট্রি ফার্ম পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (০১ জুন)গভীর রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটেছে।
কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর ও জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
‘বন্ধু পোল্ট্রি ফার্ম’-এর কর্ণদার দীনবন্ধু সেন ও তাঁর ব্যবসায়ীক অংশীদার মো. শাহজাহান অভিযোগ করেন, রাত প্রায় তিনটায় খবর পেয়ে বাড়ী থেকে ফার্মে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর সাথে সাথে থানায় ফোন দেই। পুলিশ এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
ভুক্তভোগীরা বলেন, আমাদের খামারে ২৫৫০টি মুরগী ছিল। মাস খানেক থেকে মুরগী ডিম দিচ্ছে। মোরগ সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে । আমরা কয়েকজন মিলে ব্যাংক থেকে লোন নিয়ে খামারটি করেছিলাম। সবকিছু হারিয়ে নিঃস্ব এখন আমরা।
উল্লেখ যে, শুক্রবার (১ মে) রাতে পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে দীনবন্ধু সেনের একটি লেয়ার পোল্ট্রি খামার ভাঙ্গচুর করে লন্ডভন্ড করা হয়েছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, এ ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
এশিয়াবিডি/সাইফ/মারুফ