বিশ্বনাথে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাসিন্দা মোঃ আবুল বাশার রাস্তার বেহাল দশা দেখে নিজ অর্থায়নও পরিশ্রমে মেরামত করে দিলেন।
বুধবার (৬ জুন) পীরের বাজার টু শ্রীরামসী রাস্তার, বাজার সংলগ্ন গর্ত ভরাট করছেন ৮ নং দশঘর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (বরুনী-নাচুনী) সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আবুল বাশার।
উলামা হেলপিং ফাউন্ডেশন এর সেক্রেটারি আব্দুল কাদির সাঈদ বলেন, এভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যদি উদ্যোগ নেন তাহলে সমাজে অশান্তি বিরাজ করবে না এবং আবুল বাশারকে এই কাজ করার দ্বারা আল্লাহ যেন কবুল করেন আর সবাই সচেতন হলে আরো ভালো হবে।
এসময় উপস্থিত ছিলেন সানোয়ার আলী ও মাওলানা মাসুম আহমদ প্রমুখ।
এশিয়াবিডি/কামরান/কাদির