কক্সবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টমটম চালক খুন
কক্সবাজার টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টমটম চালক খুন হয়েছে। টেকনাফে সদর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের গোদারবিল গরু বাজার এলাকায় এই ঘটনা ঘটে নিহত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ কামালের ছেলে মোঃ শফিক (২৫)।
খুনের ঘটনায় জড়িত আব্দুল আমিনের ছেলে আব্দু ছালামকে আটক করেছে পুলিশ।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মো: শফিককে ছুরিকাহত করে সালাম। পরে জনতা ও পুলিশ রক্তাক্ত অবস্থায় ছুরিকাহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ সাদিয়া আক্তার রুপা মৃত ঘোষণা করেন ।
এদিকে হত্যাকারী আব্দুস সালাম কে জনতার সহযোগিতায় পুলিশ আটক করে থানায় নিয়ে যায় । ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার এসআই সাব্বির ও এসআই ইফতেখার।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
এশিয়াবিডি/কেকে/সানী