জুড়ীতে ইয়াবাসহ ৩ জন আটক
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামে ২০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
আটককৃতরা হলেন, লুৎফুর রহমান (২৮), গিয়াস উদ্দিন (২৬) ও শিপন আহমদ (২৩) তিনজনই একই ইউনিয়নের জামকান্দি গ্রামের বাসিন্দা।
অকারণে এলাকায় ঘুরাফেরা করতে দেখায় স্থানীয়রা সন্দেহজনক ভাবে তাদেরকে আটক করে। পরে তাদেরকে তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।
স্থানীয়রা জানান, গ্রামের আছাদ নামক এক ইয়াবা ব্যবসায়ীর সাথে তাদের যোগাযোগ রয়েছে। সে ইয়াবাসহ ধরা পড়ে ৩ মাস জেল খেটে জামিনে মুক্ত হয়ে আবারও এ ব্যবসা শুরু করেছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসী তাদেরকে আটক করে আমদের ফোন দে। তারপর আমরা সেখানে পৌঁছে তাদের আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকে রাহাত খান নামে একজনকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ী নড়াইল জেলায়। তাকে জেল হাজতে পাঠানো হয়।
এশিয়াবিডি/এসএইচ/মারুফ