সিলেটে আরও ৩৬ জন করোনা আক্রান্ত

corona virus করোনা
সিলেটে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

জানা গেছে, রবিবার ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ৩৬ জনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে সিলেট মহানগর ও সদর উপজেলার ২০ জন, জকিগঞ্জের ১১, বিয়ানীবাজারের ৪ ও ওসমানীনগরের ১ জন রয়েছেন। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার (৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৬৬ জনের দেহে পাওয়া গিয়েছিল করোনা। এর আগে টানা কয়েকদিন সিলেটে প্রতিদিন ৫০ জনের অধিক করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। আজ রবিবার এই সংখ্যা কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ জনে। এ নিয়ে সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮৮৩ জন।

এশিয়াবিডি/ডেস্ক/কেকে

আরও সংবাদ