কবিতাঃ ক্ষত
![]()
ক্ষত
মমতাজ মম
দীর্ঘপথ, ঝাপসা আলো, ক্লান্ত চাওয়া….
হোঁচট খাই! নখ ওল্টে রক্ত মাংসের গড়াগড়ি।
আহ! আঘাত পায়ের নয় মনের।
দিন বাড়ে, বয়সও বাড়ে। পুরনো ক্ষতে
মাছি ভনভন করে, যন্ত্রনা দূর্গন্ধ ছড়ায় মাঝরাতের কাঁচ গলিয়ে আসা ল্যাম্পপোস্টের আলোয়।
সূদূর গ্রীস কিংবা মেরু উপত্যকার কোথাও হয়তো বেঈমান ঠোঁটে নিকোটিনের সুখটান আঙুলের ফাঁক আটকে।
প্রলেপ লাগাতে কোনো অতিথি পাখি আসেনি এই শীতেও।
তুষারের ঝড় ঝাপটিয়ে বহুকাল আগে-
উষ্ণ হতে এসেছিল বুনোহাঁস, বালিহাঁস, তিতিরের দল।
খেয়েছিল শষ্যদানা; রঙিন শতরঞ্জিতে শুকোতে দেয়া স্বর্ণস্বপ্ন।
নীল ক’গাছা কাঁচের চুড়ি ভেঙে কোমল হাতেও হয়েছিল দগদগে ক্ষতের দাগ।
চুড়ি পড়লে সে দাগ আজও চকচক করে!
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

