দোয়ারাবাজারে করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিম গঠন

সুনামগঞ্জের দোয়ারা বাজারে উপজেলা নির্বাহি অফিসার কর্তৃক করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নে করোনা প্রতিরোধে স্বেচ্ছাসেবক টিম গঠন করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

সেচ্ছাসেবী টিম উপজেলার লক্ষিপুর ইউনিয়নের হাট-বাজারে, এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনা সংক্রমণ রোধে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। মানুষকে জনসমাগম এড়িয়ে চলতে এবং সামাজিক দুরত্ব বজাই রাখতে টিমটি নানা
কর্মসূচি পালন করে যাচ্ছে।

ময়লা আবর্জনায় এবং ভিবিন্ন ধ্বংস স্তুপে কীটনাশক ছিটিয়ে দিচ্ছে। ঢাকা ও গ্রামের বাহির হতে আসা মানুষদের ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকা অত্যাবশক করাও তাদের অন্যতম কর্মসূচি।

বিশেষ করে কাঁচা বাজারে ব্যবসায়িরা যেন করবোনার কবল থেকে পরিত্রাণ পায় এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ব্যবসা-বানিজ্য করে সে দিকে তারা কড়া নজর দিচ্ছে।

৭নং লক্ষিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল হক বলেন, আমার ইউনিয়ন লক্ষিপুর এখন করোনা মুক্ত। তবে আমাদের অধিক মাত্রায় সচেতন হওয়া দরকার। সকলের অবস্থান থেকে সকলে সচেতন হই, নিজে সচেতন হই। পরিবার, পরিজনকে সচেতন করি, দেশ ও দেশের মানুষকে করোনা থেকে রক্ষা করি।

তিনি আরও বলেন, দেশের এই ক্লান্তি লগ্নে প্রতিটি নাগরিককে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।

এশিয়াবিডি/এসএইচ/ইসমাইল

আরও সংবাদ