ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে কমলগঞ্জ দরগাহ্ শরীফের শোক

ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ ইন্তেকাল করেছেন।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মৌলভীবাজার কমলগঞ্জের হযরত শাহ আজম রহঃ দরগাহ্ শরীফের পীর ছাহেব, হযরত শাহ আজম রহঃ হিফজুল কোরআন দরগাহ্ মাদরাসার প্রতিষ্ঠাতা, উস্তাদুল উলামা হযরত মাওলানা শাহ্‌ মোহাম্মদ মোশাররফ আলী।

এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

তিনি বলেন, মরহুম ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন উদার মনের মানুষ।বিশেষ করে সমগ্র বিশ্বে একই বারে স্থানীয় সময় অনুযায়ী রোজা ও ঈদ পালন করা যায় কিনা এ সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে দু’দিনব্যাপী আলোচনায় তার উদারতা ও ধৈর্যের পরিচয় পাওয়া যায়। তিনি একজন আলেমবান্ধব লোক ও ছিলেন । আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন এ দোয়া আমরা করছি। ইনশাল্লাহ মরহুম ধর্ম প্রতিমন্ত্রীর রুহের মাগফিরাতের জন্য হযরত শাহ আজম রহঃ দরগাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এশিয়াবিডি/কামরান/আজমী 

আরও সংবাদ