আলোচিত যত সিনেমা করেছেন আত্মহত্যা করা সুশান্ত সিং
অকালেই চলে গেলেন বলিউডের আলোচিত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজ ১৪ জুন তিনি আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তার মৃত্যুর খবরে শোকের চাদরে ঢাকা পড়েছে গোটা বলিউড।
থমকে গেছেন সবাই চঞ্চল এই অভিনেতার আত্মহত্যার খবরে। মুম্বাইয়ে নিজ গৃহে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার মরদেহ।
সুশান্ত সিং রাজপুত ছিলেন নতুন প্রজন্মে হিন্দি সিনেমার আলোচিত একজন অভিনেতা।
২০১৩ সালে মুক্তি পাওয়া ‘কই পো চে’ ছবিতে ঈশান ভট্ট চরিত্রে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার এর জন্য মনোনীত হয়েছিলেন তিনি।
এছাড়াও কাজ করেছেন বহু নামি দামি সিনেমায়। তারমধ্যে ‘দেশী রোমান্স’, ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ ইত্যাদি।
ভারতীয় ক্রিকেটের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম.এস. ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’- তে নাম ভূমিকায় অভিনয় করে তুমুল প্রশংসা পান। এই ছবির জন্য সেরা অভিনেতার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনয়ন পান।
এছাড়াও ‘কেদারনাথ’, ‘ছিছোড়ে আন্নি’ ছবিগুলো মুক্তি পেয়েছে সুশান্তের।
এশিয়াবিডি/ডেস্ক/এমকে