কামরানের মৃত্যুতে মন্ত্রীদের শোক
আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে মন্ত্রিসভার সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সোমবার (১৫ জুন) পৃথক শোক বার্তায় তারা শোক প্রকাশ করেন।
সেতুমন্ত্রী: সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আইনমন্ত্রী: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন সিলেটের সাধারণ মানুষের দুর্দিনের কাণ্ডারী। সেখানকার রাজনীতি ও উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। তিনি অনন্তকাল বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।’
কৃষিমন্ত্রী: সাবেক এ মেয়রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘সিলেট সিটি সিটির প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ছিলেন একজন গুণী, অভিজ্ঞ ও জনদরদী রাজনৈতিক। মেয়র হিসেবে সিলেট মহানগরীর উন্নয়নে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি।’
ভূমিমন্ত্রী: কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
এক শোক বার্তায় মন্ত্রী জানান, সিলেটের উন্নয়ন ও জনকল্যাণে তিনি অসাধারণ অবদান রেখে গেছেন। তার মতো এক গুণী ও অভিজ্ঞ রাজনীতিবিদের অবদান দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
শিক্ষামন্ত্রী: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মৎসমন্ত্রী: সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী : কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিকল্পনামন্ত্রী: সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী: কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ।
শোক বার্তায় মন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, সিলেটের আওয়ামী লীগের রাজনীতিতে বদরউদ্দিন আহমদ কামরানের অবদান চিরস্মরণীয়। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। সিলেটের উন্নয়ন ও জনসেবার জন্য তিনি দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবেন।
পরিবেশমন্ত্রী: আওয়ামী লীগ নেতা কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ‘সিলেটের আওয়ামী লীগের রাজনীতিতে বদরউদ্দিন আহমদ কামরানের অবদান চিরস্মরণীয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী: সাবেক মেয় কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এলজিআরডি প্রতিমন্ত্রী: সিলেট সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী : কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বদরউদ্দিন আহমেদ কামরান (৬৯) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৩টায় মারা যান।
এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ