করোনা: ভারতে শনাক্ত ৩ লাখ ৩২ হাজারের বেশি

corona virus করোনা

টানা তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি থাকলো ভারতে। তবে আগের দিনের চেয়ে কমেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫০২ জনের করোনা শনাক্তের খবর দিয়েছে।

শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জনের বেশি। তা কমে এলো রোববার। তাতে মোট আক্রান্ত ছাড়ালো ৩ লাখ ৩২ হাজার।

সোমবার পর্যন্ত ভারতে কোভিড-১৯ রোগী ৩ লাখ ৩২ হাজার ৪২৪ জন। মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৯ হাজার। নতুন করে ৩২৫ জন মারা যাওয়ায় প্রাণহানি বেড়ে ৯ হাজার ৫২০ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গেছেন ৭ হাজার ৪১৯ জন। মোট সুস্থ ১ লাখ ৬৯ হাজার ৭৯৮ জন। এখনও সক্রিয় আছেন ১ লাখ ৫৩ হাজার ১০৬ জন রোগী।

মহারাষ্ট্রে একদিনে ৩ হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন, মোট ১ লাখ ৭ হাজার ৯৫৮। মৃত্যু হয়েছে প্রায় চার হাজার মানুষের। রোববার ১২০ জন মারা গেছেন করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যে। মোট মৃত্যু ৩ হাজার ৯৫০ জন।

এশিয়াবিডি/ডেস্ক/এসএইচ

আরও সংবাদ