জুড়ীতে মৃত ব্যক্তির করোনা নেগেটিভ

মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মাসুক মিয়ার (৫৫) করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রোববার সন্ধ্যায় মারা যান। মারা যাওয়ার পর নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুহিবুর রহমান জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, সারা বিশ্বেই করোনা নমুনার ফলাফল শতভাগ সঠিক হয়না। পজিটিভ বা নেগেটিভ ফলাফল শতকরা ৭০ ভাগ সঠিক থাকে ৷

প্রসঙ্গত, গত ১০ জুন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সদ্য ঢাকা ফেরৎ মাসুক মিয়া জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

রোববার বিকাল পর্যন্ত তিনি হাসপাতালের ইয়েলো জোনে চিকিৎসাধীন ছিলেন। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে মাসুক মিয়াকে নিয়ে সেখানে রওয়ানা দেন পরিবারের সদস্যরা। পথিমধ্যে সন্ধ্যা ৬টা ২০মিনিটে তিনি মারা যান।

এশিয়াবিডি/কামরান/মারুফ
আরও সংবাদ